ভবিষ্যতের কথা ভেবে শিশুদের গড়ে তুলতে হবে- এসএম জাকির হোসেন

ভবিষ্যতের কথা চিন্তা করে আজকের কোমলমতি শিশুদের গড়ে তুলতে অভিভাবকদের প্রতি তাগিদ দিয়েছেন বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনয়িাবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
গতকাল মঙ্গলবার বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ পানবাড়িয়া আদর্শ কিন্ডারগার্টেনের দ্বিতীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসএম জাকির হোসেন আরো বলেন, শিশুরা যাতে সু-নাগরিক হয়ে দেশের সেবায় এগিয়ে আসতে পারে, সেজন্য বর্তমান আওয়ামী লীগ সরকার যুগপোযোগী শিক্ষা নীতি উপহার দিয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দক্ষিণাঞ্চলে ব্যপক উন্নয়ন করেছেন। তাদের উন্নয়নের কারণেই দক্ষিণাঞ্চলবাসী পদ্মা সেতু পেয়েছি, পায়রা সেতু পেয়েছি, পায়রা বন্দর পেয়েছি, বরিশাল বিশ^দ্যালয় পেয়েছি।
এছাড়া বরিশাল অঞ্চলে অনেক প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং অনেক কাজ এখনও চলমনা রয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন এসএম জাকির হোসেন।
সমাজসেবক মনির হোসাইন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিন্ডারগার্টেন ফোরাম বরিশাল বিভাগের সেক্রেটারী আব্দুস সোবাহান বাচ্চু, জনতা ব্যাংক বরিশালের সিনিয়র কর্মকর্তা শহিদুল ইসলাম জোমাদ্দার, শহীদ জিয়ারউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক হুমায়ন কবির সুমন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েস্তাবাদ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফায়জুল হক মৃধা, মিনাপারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আহমেদ, শায়েস্তাবাদ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন খান, সমাজসেবক খোরদেশ মুন্সি, শায়েস্তাবাদ ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য কাজল।
এইচকেআর