বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সম্পাদক পদ থেকে বাদ হুমায়ুন কবির

নানা অনিয়মের কারণে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের পদ থেকে হুমায়ুন কবিরকে বাদ দিয়ে কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার রাতে বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মালিক সমিতির সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ।
তিনি জানান, সোমবার রাতে সভাপতি হিসেবে আমি (সুলতান) ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ অন্যান্য সদস্যদের সিটি মেয়র শপথ পরিয়েছেন।
তিনি বলেন, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির ১১২ জন মালিক রয়েছে। তাদের মধ্যে প্রায় ৯০ জন মালিক সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের বিরুদ্ধে মেয়রের কাছে লিখিত দিয়েছেন। সে কারণে হয়তো হুমায়ুন কবিরকে বাদ দেয়া হয়েছে, এর বেশি কিছু আমি জানি না।
তবে বিষয়টি ষড়যন্ত্র উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, মালিকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ভয় দেখিয়ে স্বাক্ষর এনেছে সভাপতি সুলতান মাহমুদ ও তার লোকজন। তাদের স্বাক্ষর নিয়ে একটি লিখিত অভিযোগ সিটি মেয়র বরাবর দিয়ে তার কাছেও আমার বিরুদ্ধে ভুল বুঝানো হয়েছে।
মালিক সমিতি সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুন মালিক সমিতির সাধারণ সভায় পূর্বের কমিটি বাতিল করে সুলতান মাহমুদকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল।
এইচকেআর