বরিশাল সদরের উন্নয়নে বিপ্লব ঘটাতে চাই: এসএম জাকির হোসেন

বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেছেন, আমি আপনাদেরই সন্তান তাই সব সময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হতে পারলে সকলকে সাথে নিয়ে বরিশাল সদর উপজেলার উন্নয়নে কাজ করতে চাই।
গতকাল মঙ্গলবার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গনসংযোগকালে এসব কথা বলেন তিনি।
এসএম জাকির আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছেন। এ উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমি বরিশাল সদরের উন্নয়নে বিপ্লব ঘটাতে চাই।
এসময় কাশিপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. রাসেল, চরবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. সোহাগ ও আনোয়ার হোসেন দফাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এইচকেআর