ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

ববিতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

ববিতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচারের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

পরে বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে ক্যাম্পাসের কীর্তনখোলা অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. শফিউল আলম এবং রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম। 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন