ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

উজিরপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

উজিরপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। এর মধ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। 

এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম ইশমাম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. শওকত আলী। 

উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, সেকান্দর আলীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন