ভিকটিম সাপোর্ট সেন্টারের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ " এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভিকটিম সাপোর্ট সেন্টারে বিএমপি কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার দক্ষিণ আলী আশরাফ ভূঁঞা। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সিভিল সার্জন ডা. মারিয়া হাসান,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল ওয়ারেস, এনজিও এর প্রতিনিধিবৃন্দ সহ বিএমপির অন্যান্য কর্মকর্তাগণ।
সভায় প্রধান অতিথি কর্মস্থল ও পেশায় ইতিবাচক সৌহার্দপূর্ণ পরিবেশ নারীর বিকাশ, নারীর গৃহস্থালির কাজকে মর্যাদা, সম্মান ও ইতিবাচক দৃষ্টি সহ নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
এইচকেআর