ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

ভিকটিম সাপোর্ট সেন্টারের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

ভিকটিম সাপোর্ট সেন্টারের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ " এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভিকটিম সাপোর্ট সেন্টারে বিএমপি কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন। 

অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার দক্ষিণ আলী আশরাফ ভূঁঞা।  এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল  সিভিল সার্জন ডা. মারিয়া হাসান,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল ওয়ারেস, এনজিও এর প্রতিনিধিবৃন্দ সহ বিএমপির অন্যান্য কর্মকর্তাগণ।

সভায় প্রধান অতিথি কর্মস্থল ও পেশায় ইতিবাচক সৌহার্দপূর্ণ পরিবেশ নারীর বিকাশ, নারীর গৃহস্থালির কাজকে মর্যাদা, সম্মান ও ইতিবাচক দৃষ্টি সহ নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব আরোপ করেন। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন