ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশালে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বরিশালে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

অবৈধভাবে জমি দখলের অভিযোগে উঠেছে আওয়ামী লীগ নেতা মির্জা আবুয়াল হেসেন অরুনের বিরুদ্ধে। শনিবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হুমায়ুন সর্দার।

লিখিত বক্তব্যে হুমায়ুন বলেন, সাগরদী এলাকায় জমি কিনে পরিবার নিয়ে বসবাস করে আসছি। আমার প্রতিবেশী আওয়ামী লীগ নেতা অরুণ হাওলাদার তার ক্ষমতার প্রভাব খাঠিয়ে জাল দলিল করে জমি দখলের চেষ্টা করছেন।

শুধু তাই নয়, অরুণ হাওলাদার প্রতিনিয়ত আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। তার এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। তবে আওয়ামী লীগ নেতা অরুণ হাওলাদার আইনের তোয়াক্কা না করে ক্ষমতা দেখিয়ে আমাদের জায়গা দখল করতে চায়। তাই ভূক্তভোগী হুমায়ুন সর্দার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

জমি দখলের অভিযোগ অস্বীকার করে মির্জা আবুয়াল হেসেন বলেন, সম্পত্তি নিয়ে মামলা চলমান রয়েছে। আদালতের যে রায় দিবেন, সেটাই মেনে নিবো।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন