এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার জিহাদুল কবির।
ওপেন হাউজ ডে'র শুরুতেই উপস্থিত সেবা প্রত্যাশী ও ভুক্তভোগী জনসাধারণ বিভিন্ন বিষয়ে প্রধান অতিথি'র কাছে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি সমস্যা শুনে তার সমাধানে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, যে-কোন অভিযোগ অনিয়মের তথ্য এখানে সরাসরি শীর্ষ পর্যায়ে তুলে ধরতে পারেন। থানায় সেবা গ্রহণ করতে এসে দালালের অস্তিত্ব পেলে প্রয়োজনীয় তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদেরকে সহায়তা করবেন।
জনসম্পৃক্ততা আরও বাড়িয়ে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করে সমাজের অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে একটি নিরাপদ সুশৃঙ্খল সমাজ ও জীবন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন বিএমপি কমিশনার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভুঞা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) এম আর শওকত আনোয়ার ইসলাম, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা এসএম মাসুদ আলম চৌধুরী, থানার অন্যান্য অফিসারবৃন্দ।
এইচকেআর