ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশালে বিনোদন স্পটে অভিযান যুগল আটক, অতঃপর মুক্তি

বরিশালে বিনোদন স্পটে অভিযান যুগল আটক, অতঃপর মুক্তি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 বরিশালের বিনোদন স্পটগুলোতে অভিযান চালিয়েছে পুলিশ।  সোমবার (১১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশের গোয়েন্দা বিভাগের এই অভিযানে বেশ কয়েক যুগলকে আটক করা হয়।

 পরে জিজ্ঞাসাবাদ করে পরিবারের সঙ্গে কথা বলে তাদের মুক্তি দেওয়া হয়। একইসঙ্গে পরিবারকে সতর্ক করে দেওয়া হয়, পরবর্তীতে স্কুল-কলেজের সময়ে যেন বিনোদন কেন্দ্রগুলোতে সন্তানের উপস্থিত হতে না পারে।

যে সকল শিক্ষার্থীরা তাদের ক্লাস সময় ফাঁকি দিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে আড্ডা দেয় তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। তারই ধারাবাহিকতায় সোমবার এই অভিযান চলে। 

উল্লেখ্য, এই সকল শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের কোর্ট ড্রেস পরেই বিনোদন কেন্দ্রগুলোতে এসে অসামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সৃষ্টি হয় নানান দুর্ঘটনা। এ থেকে রক্ষা পেতে এবং শিক্ষার মান বজায় রেখে ডিজিটাল বাংলাদেশ গড়তে এ সকল শিক্ষার্থীরা যেন দেশের হাল ধরতে পারে।

সেই চিন্তাধারা অব্যাহত রাখতে মেট্রোপলিটন পুলিশের কমিশনার সিদ্ধান্ত মোতাবেক এমন অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন অভিযানিক দলের সদস্যরা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন