রঘুনাথপুরে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বাকেরগঞ্জ উপজেলার ১৩ নম্বর পাদ্রীশিবপুর ইউনিয়নে রঘুনাথপুর গ্রামের অসহায় মানুষের মধ্যে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রঘুনাথপুর কল্যাণ সোসাইটি।
গত শনিবার বিকেল সাড়ে ৩ টায় বড় রঘুনাথপুর সালেহীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় রঘুনাথপুর কল্যাণ সোসাইটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল বারেক হাওলাদার ও দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সোসাইটির সহ-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য দুলাল কাজী, জিয়াউল হক জলফু, সমবায় বিষয়ক সম্পাদক সোহাগ ফরাজী, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আমির আজম প্রমুখ। পরে অসহায় পরিবারের মধ্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এইচকেআর