সবাইকে নিয়ে সদর উপজেলার উন্নয়নে কাজ করতে চাই- এসএম জাকির হোসেন

সকলকে সাথে নিয়ে সদর উপজেলার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
গতকাল রোববার রাতে চরমোনা ইউনিয়নের রাজারচর খেয়া ঘাট এলাকায় গণসংযোগ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
এসএম জাকির হোসেন বলেন, যারা বিগত দিনে মানুষের পাশে না থেকেও ভোটের আশা করেন, তারা গুজব না ছড়িয়ে জনগনের কাছে গিয়ে ভোট প্রার্থনা করুন। জনগণ চাইলে আপনারা নির্বাচিত হবেন।
তিনি আরো বলেন, বিগত দিনের কর্মকাণ্ড কথা উল্লেখ আরো বলেন, করোনার সময় যেভাবে জনগণের পাশে থেকে কাজ করেছি, সেভাবেই বাকি জীবন কাজ করে যাবো।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমকে সাথে নিয়ে নিরলস ভাবে জনগণের পাশে থেকে কাজ করার কথাও বলেন এসএম জাকির হোসেন।
পরে তিনি রাজারচর খেয়া ঘাটের বেহাল দশা দেখে বিষয়টি পানি সম্পদ প্রতিমন্ত্রীর নিকট তুলে ধরে ভালো একটি ঘাট নির্মাণ করার প্রতিশ্রুতি দেন।
এইচকেআর