ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news
সমাজসেবক এসএম জাকির হোসেনের পৃষ্ঠপোষকতা

ঝড়ঝড়িয়াতলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি  

ঝড়ঝড়িয়াতলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি  
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল সদর উপজেলার ঝড়ঝড়িয়াতলা বাজারে অনুষ্ঠিত হলো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক এসএম জাকির হোসেনের পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির আয়োজন করেন মোগো সুন্দর বরিশাল সোসাইটি এর সেচ্ছাসেবকরা ।

মঙ্গলবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত টানা এই কর্মসূচি চলে। এ সময়ে ১৬৩ জনের রক্তের  গ্রুপ  নির্ণয় করা হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘মোগো সুন্দর বরিশাল সোসাইটি (এমএসবিএস) এর সাধারণ সম্পাদক  ফেরদৌস আহমেদ। তিনি বলেন, গ্রামাঞ্চলের বহু মানুষ নিজের রক্তের  গ্রুপ জানেন না। 

এতে কেউ অসুস্থ হলে বা দুর্ঘটনায় পড়লে রক্ত দিতে অনেক সমস্যায় পড়তে হয়। অনেক সময় রোগীর মৃত্যুও ঘটে। তাই সবাইকে এ বিষয়ে সচেতন করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

মোগো সুন্দর বরিশাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক রায়হান হোসেন, সেচ্ছাসেবক রাজ মাহামুদ খান, মাইনুল ইসলাম ও রাব্বীসহ আরো অনেকে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন