ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

বাবুগঞ্জ ও উজিরপুরে সড়ক দুর্ঘটনা সাবেক ইউপি চেয়াম্যানসহ নিহত ৪

বাবুগঞ্জ ও উজিরপুরে সড়ক দুর্ঘটনা সাবেক ইউপি চেয়াম্যানসহ নিহত ৪
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাবুগঞ্জ ও উজিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক চেয়ারম্যান, পথচারীসহ  তিনজন নিহত হয়েছেন। এতে ২৩  যাত্রী আহত হয়েছে। বুধবার সকাল ও দুপুর এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ ও  উজিরপুর মডেল থানা পুলিশ। 

নিহতরা হলেন, মাদারীপুরের কালকিনির কয়ারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গৌরনদীর উপজেলার দক্ষিণ পালদী গ্রামের বাসিন্দা সাইদুর রহমান, উজিরপুর উপজেলার সানুহার গ্রামের বাসিন্দা বেল্লাল সরদারের ছেলে সুমন সরদার (১৫)। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
 
পুলিশ জানায়, গৌরনদী উপজেলা থেকে যাত্রী বোঝাই করে একটি মাহেন্দ্র আলফা নেছারাবাদের উদ্দেশ্যে যাচ্ছিলো। বুধবার বেলা ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেনমহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে নতুনহাট এলাকা অতিক্রমকালে মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়।

দুর্ঘটনায় মাহেন্দ্র চালক এবং অপর ৮ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন। 

আহত আজাহার হোসেন, আব্দুল হাকিম, আবুল হোসেন, মিজানুর রহমান, ফারুক শরীফ, শহিদুল ইসলাম, হাকিম হোসেন ও আতাহার হোসেন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

বাবুগঞ্জ থানার ওসি মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ওসি।

এদিকে বুধবার যশোর থেকে সকাল ৬টায় বরিশালের উদ্দেশ্যে ছাড়ে চাকলাদার পরিবহনের একটি বাস। বরিশাল-ঢাকা মহাসড়কের উজিপুরের সানুহার এলাকায় পৌঁছালে রাস্তা পার হতে যাওয়া সুমনকে চাঁপা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে গিয়ে আছড়ে পড়ে।  এতে গাছটি ভেঙে বাস পুকুরে পড়ে যায়। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুকুরের মধ্যে বাসের নিচে চাপা পড়ে থাকা অজ্ঞাত একজনের মরদেহ আছে। সেই মরদেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। বাস সম্পূর্ণ উদ্ধার করা না হলে কতজন মারা গেছে তা নিশ্চিত বলা যাচ্ছে না।

এখন পর্যন্ত দুইজন নিশ্চিত হওয়া গেছে জানিয়ে পরিদর্শক বলেন, বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে উদ্ধার কাজ চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, বেপরোয়া গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দিয়ে চৌকিদারবাড়ির পুকুরের মধ্যে খাদে পড়ে। এতে বাসের ১৫ যাত্রী  আহত হলে তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছেন। পাশাপাশি গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও ডুবরি দল প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে পুকুরে পড়া বাসের মধ্যে থাকা ব্যক্তি মরদেহ উদ্ধার করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন