বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কর্মশালা উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ সচিব ও নৈতিকতা কমিটির ফোকাল পয়েন্ট আসাদুজ্জামান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহকারী পরিচালক ও নৈতিকতা কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট মোস্তাক আহমেদ।
কোর্স পরিচালক ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম এবং কোর্স সমন্বয়কারী ছিলেন, ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ।
৪দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ জাতীয় শুদ্ধাচার বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করবেন। কর্মশালাটি আগামী ২০ মার্চ শেষ হবে।
এইচকেআর