ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

বিএমপির মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

বিএমপির মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় নগরীর রূপাতলী পুলিশ লাইন্স ড্রিল সেডে কল্যাণ সভা এবং বেলা ১১ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

দুটি সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির। 

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জাকির হোসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লা সহ বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মাসিক কল্যাণ সভার শুরুতেই বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে গত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং  চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন বিএমপি কমিশনার। 

পরে অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে  আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলতে সকলকে নির্দেশনা প্রদান করেন তিনি। 

এ সময় গত মাসের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার জিহাদুল কবির। 

পরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাসের খাতওয়ারী অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের খাতওয়ারী অপরাধ চিত্রের তুলনামূলক পর্যালোচনা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ প্রো-একটিভ পুলিশিং এর উপর গুরুত্বারোপ করে মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, বি-রোল ইস্যু, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।  
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন