ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

এক ডজন মাদক মামলার আসামি কসাই রফিকুল গ্রেফতার 

এক ডজন মাদক মামলার আসামি কসাই রফিকুল গ্রেফতার 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় নগরীর দক্ষিণ আলেকান্দা কাজীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটকৃত রফিকুল ইসলাম পেদা (৪০) ওই এলাকার হানিফ পেদার ছেলে।  রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার এসি (এ্যাডমিন) তোতা মিয়ার নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে নগরীর দক্ষিণ আলেকান্দা কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম পেদাকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। 

পরে তার কাছ থেকে গাঁজা বিক্রয়ের ১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মাদকসহ ১৪ টি মামলা রয়েছে। 

এসময় অপর মাদক ব্যবসায়ী নগরীর কেডিসি বস্তির বাসিন্দা সোহাগ তহসিলদার ওরফে ল্যংড়া সোহাগ (৩২) পালিয়ে যায়। 

এ ঘটনায় আটকৃত ও পলাতককে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএমপির মিডিয়া সেলের উপ পরিদর্শক (এসআই) তানজিল আহম্মেদ ।  


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন