জনতার কাতারে থেকে সদর উপজেলার উন্নয়ন করতে চাই : এসএম জাকির হোসেন

বরিশাল সদর উপজেলার উন্নয়নে সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের সঙ্গে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক এসএম জাকির হোসেন।
এসময় তিনি বলেন, ‘জনগণের কাতারে সামিল হয়ে জনগণের উন্নয়নে কাজ করতে চাই। স্মার্ট বরিশাল সদর উপজেলা বিনির্মাণে যা যা প্রয়োজন তাই করবো ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ঐতিহ্যবাহী বুখাইনগর বাজার, বিশ্বাসের হাট এবং বেলতলা বাজার এলাকায় গণসংযোগ এবং স্থানীয়দের সাথে কুশলবিনিময়কালে এ প্রতিশ্রুতি দেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
গণসংযোগকালে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন আরও বলেন, ‘আমি নির্বাচিত হলে সদর উপজেলার উন্নয়নের লক্ষ্যে বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমকে নিয়ে সদর উপজেলার এবং মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাবো।
তিনি বলেন, ‘সদর উপজেলার পূর্বাঞ্চলে ভালো কোন চিকিৎসা সেবা না থাকায় এ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা পেতে ভোগান্তি হয়। তাদের এই দুর্ভোগের কথা আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে জানিয়েছি। তাকে একটি ভালো মানের চিকিৎসা সেবাকেন্দ্র করার জন্য অনুরোধ জানিয়েছি। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এ বিষয়ে একমত প্রকাশ করেছেন।
চরমোনাই ইউনিয়নের বিভিন্ন ইউনিয়নে দিনভর গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান মুন্না, চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল ইসলাম মাষ্টার, যুবলীগ নেতা আবুয়াল মাসুদ মামুন, ইউপি সদস্য মো. জুয়েল, আব্দুস সালাম, শাকিল রাঢ়ী, পান্নু চৌকিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এইচকেআর