ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সদর উপজেলার উন্নয়ন করতে চাই : এসএম জাকির হোসেন

 ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সদর উপজেলার উন্নয়ন করতে চাই : এসএম জাকির হোসেন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে বরিশাল সদর উপজেলার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। তিনি বলেছেন, ‘আমার কাছে কোন ভেদাভেদ নেই। আমার কাছে সকলেই সমান। সকলের মতামত এবং পরামর্শ নিয়ে আধুনিক সদর উপজেলা গড়ে তুলতে চাই।

 শুক্রবার সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সাহেবেরহাট বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কুশলবিনিময়কালে এসব কথা বলেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

এ সময় তিনি আরো বলেন, ‘মুখে বড় বড় কথা বলা এবং মানুষের পাশে থাকা এক নয়। উন্নয়ন করতে ভালো মন-মানসিকতা প্রয়োজন। ইনশাআল্লাহ্ আমি নির্বাচিত হলে মুখে বড় কথা না বলে উন্নয়ন করে দেখাতে চাই।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরামের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বরিশালসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে বরিশাল সদর উপজেলায় যে পরিমাণ উন্নয়ন করা প্রয়োজন সেরকম উন্নয়ন হয়নি, কারণ এর আগে যারা উপজেলা চেয়ারম্যান ছিলেন তারা উপজেলার জন্য তেমন কিছুই করতে পারেননি।

আপনারা যদি আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম মহোদয়ের সহযোগিতায় বরিশাল সদর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়তে যা যা প্রয়োজন তাই করবো ইনশাআল্লাহ।

গণসংযোগকালে সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, আওয়ামী লীগ নেতা আবু আল মাসুদ মামুন, বরিশাল মহানগরের ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, চরমোনাই ইউনিয়ন পরিষদের সদস্য শাকিল ঢ়ারী, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সদস্য আরিজুর রহমান কলম, মো. উজ্জ্বল, মাসুম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন