ঢাকা সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

Motobad news

চরফ্যাশনে মাদ্রাসা শিক্ষক ও ছাত্রকে মারধর  

চরফ্যাশনে মাদ্রাসা শিক্ষক ও ছাত্রকে মারধর  
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চরফ্যাশনে মাদ্রাসায় গিয়ে ছাত্র ও শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।  মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত হৃদয়সহ ৩জনকে আসামি করে শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মাদ্রাসা শিক্ষক। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়ন ১নম্বর ওয়ার্ডের দারুলউলুম সুজায়েতীয়া নুরানি ও হাফেজী মাদ্রাসায় এঘটনা ঘটে।

মারধরের স্বীকার মাদ্রাসা শিক্ষক মুফতি মুরাদ হোসেন অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় হৃদয় মাদকাসক্ত হয়ে মাদ্রাসার সামনে এসে অতর্কিতভাবে মাদ্রাসার ছাত্র শরিফকে মারধর করতে থাকে।

শরিফের ডাকাচিৎকার শুনে আমি (শিক্ষক মুরাদ) এগিয়ে আসলে আমাকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। 

তিনি আরোও জানান, এতেও ক্ষান্ত হয়নি হৃদয়, চরফ্যাশন থেকে লোকজন এনে শশীভূষণ থানায় এসে আবার আমাদের উপর হামলা চালায় পরে থানা পুলিশ এর হস্তক্ষেপে তাদের হাত থেকে রক্ষা পাই।

এঘটনায় শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মাদ্রাসা শিক্ষক ও ছাত্রকে মারধরের ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন