ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

বাবুগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ 

বাবুগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাবুগঞ্জের প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে  চরমোনাই পীরের নির্দেশে ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্মাণ শ্রমিক বিষয়ক সম্পাদক আলহাজ নজরুল ইসলামের পক্ষ থেকে অসহায় পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।  

শনিবার বাবুগঞ্জ বাজারের ইসলামি আন্দোলন বাংলাদেশের  অফিসে ও কেদারপুর ইউনিয়নের মোল্লার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ'র কেন্দ্রীয় সাংগঠনিক উপধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। 

এছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা রহমতুল্লাহ, সেক্রেটারি শামসুল হক, সদস্য নুর উদ্দিন খান,  যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবদুল্লাহ, ইসলামি শ্রমিক আন্দোলনের সেক্রেটারি নিজাম উদ্দিন হাওলাদার, ইসলামী আন্দোলন কেদারপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আ. রহিম প্রমুখ। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন