ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

গৌরনদী সাব রেজিস্টার অপসরণের দাবিতে দলিল লেখকদের কলম বিরতি

 গৌরনদী সাব রেজিস্টার অপসরণের দাবিতে দলিল লেখকদের কলম বিরতি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গৌরনদী উপজেলার খণ্ডকালীন সাব-রেজিষ্টার সঞ্জয় বড়ালের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দলিল লেখকরা। 

শনিবার সাব রেজিস্টার অফিসের সামনে বেলা ১১ টায় সমাবেশ অনুষ্ঠিত হয়। খণ্ডকালীন সাব রেজিষ্টার সঞ্জয় বড়ালের অসাদাচারণ ও দুর্নীতির প্রতিবাদে দলিল লেখকরা অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি, মানববন্ধন এবং স্মারকলিপি পেশ করে। 

গৌরনদী সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সংগ্রাম কমিটির আহ্বায়ক কাওসার হোসেনের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি  নাসির উদ্দিন মিঞা, দলিল লেখক কামাল উদ্দিন মিঞা, শহিদুল ইসলাম, সত্য রঞ্জন বিশ্বাস, প্রবীর কুমার মল্লিক, আবুল হোসেন, কাজী বিপ্লব, জামাল খান ও সজল দাস। 

প্রতিদিন দলিল করতে আসা অগনিত মানুষ দলিল করতে না পেরে হয়রানির শিকার হচ্ছেন বিধায়, অচিরেই সাব রেজিস্টারকে অপসারণের দাবি জানিয়েছেন বক্তারা।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন