উজিরপুরে খোলা বাজারে আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করার দায়ে জরিমানা

উজিরপুরে খোলা বাজারে আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করার দায়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম ইশমাম।
শনিবার বেলা ১১ টায় উপজেলার রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এম এম আয়ুর্বেদিক সর্বসূদা বিভিন্ন ধরনের ওষুধ খোলা বাজারে বিক্রি করে এবং সাধারণ মানুষকে ধোকা দিয়ে ৩০০ টাকা করে ৩৫ জনের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেয়।
চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বিক্রি করায় তাদেরকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। দুপুর ২টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কে. এম ইশমাম ভোক্তা অধিকার আইনে অসাধু ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৩ হাজার টাকা জরিমানা আদায় করে।
এইচকেআর