দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এ স্বল্পমাত্রার ভূমিকম্প।
বুধবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি ছিল মিয়ানমারের মাওলাইকে। এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পের কেন্দ্রে এর গভীরতা ছিল ৯৪ দশমিক ৭ কিলোমিটার।
চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক আবু আজাদ জানান, এর কম্পন অনুভূত হয় চট্টগ্রামেও।
সিলেট জেলা প্রতিনিধি সেখানকার ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানিয়েছেন।
এইচকেআর
