নজরুল পুরষ্কার-২০২১ পেলেন ড.কাজী মোজাম্মেল হোসেন


সাংবাদিক কাজী মকবুল হোসেন এর বড় ভাই ড. কাজী মোজাম্মেল হোসেন নজরুল গবেষণায় অনন্য অবদানের জন্য গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জাতীয় জাদুঘর বেগম সুফিয়া কামাল মিলনায়তনে তাকে " নজরুল পুরষ্কার -২০২১" প্রদান করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ প্রধান অতিথি হিসেবে তার হাতে ক্রেস্ট, সনদ ও অর্থ পুরষ্কার তুলে দেন।
বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে কবি নজরুল ইনস্টিটিউটের আয়োজনে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি নজরুলের পৌত্রী খিলখিল কাজী,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম । কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে কবি,সাহিত্যকসহ বিশিষ্ট ব্যক্তিগণ উপস্হিত ছিলেন।
ড.কাজী মোজাম্মেল হোসেন ১৯৪২ সালের ১৭ সেপ্টেম্বর বরিশাল শহরের কাউনিয়ায় জন্ম গ্রহণ করেন। ১৯৬০ সালে বরিশাল এ কে ইনস্টিটিউট থেকে মেট্রিক পাস করে ১৯৬৫ সালে ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে বি.এফ এ ডিগ্রী,১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি. মিউজ ডিগ্রী,একই বিশ্ববিদ্যালয় থেকে আই.ই. আর থেকে এম.এড, ১৯৭৮ সালে এল এলবি,২০০৭ সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগ থেকে " কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশের কবিতায় বর্ণ বৈচিত্র্য " অভিসন্দর্ভের উপর পি এইচ ডি ডিগ্রী অর্জন করেন।
তিনি ১৯৬৬ সাল থেকে ২০০৩ পর্যন্ত ঢাকার বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে টেকনিক্যাল অফিসার পদে কর্মরত ছিলেন।
তার প্রকাশিত গ্রন্থ সমূহ:১.কাজী নজরুল বিশ্বাসের প্রেমের কবিতার বর্ণ বৈচিত্র্য: চিত্র শিল্পীর দৃষ্টিতে। ২.কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের কবিতায় বর্ণ বৈচিত্র্য। ৩.নন্দনতত্ত্বের নানা প্রসঙ্গ.। ৪.আত্মকথন।
এ ছাড়া দেশে বিদেশের বিভিন্ন পত্র পত্রিকায় অসংখ্য প্রবন্ধ লিখেছেন।
এমএন
