ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • কয়েদিদের নিবন্ধন শুরু ২১ ডিসেম্বর স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে বিএনপির শপথ হাদিকে গুলি : শ্যুটারদের পালাতে সহযোগিতার কথা স্বীকার ২ আসামির ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন : প্রেস উইং বরিশাল-৩ আসনে বিএনপির দোয়া মোনাজাত অনুষ্ঠানে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ   বরিশালে সাবেক ছাত্রমৈত্রী নেতা সাব্বির আহমেদ ইর‍ানের ‍‍ইন্তেকাল বরিশ‍ালে মহান বিজয় দিবসে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারেক’র নেতৃত্বে শোভাযাত্রা  খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে  বাড্ডায় ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা নির্বাচনে এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
  • মঠবাড়িয়ায় মেধাবী শিক্ষার্থীর পাশে ইউএনও

    মঠবাড়িয়ায় মেধাবী শিক্ষার্থীর পাশে ইউএনও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার নলী চড়কগাছিয়া তমিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অদম্য মেধাবী শিক্ষার্থী হালিমা আক্তারের পাশে দাড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম।

    বৃহস্পতিবার হালিমা আক্তারের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১৫ হাজার টাকা তুলে দেন তিনি। 

    হালিমা শুধু দারিদ্র্যকে চ্যালেঞ্জ নয় রীতিমতো বৃদ্ধাগুলি দেখিয়ে অর্জন করেছেন মাধ্যমিকের শ্রেষ্ঠ সাফল্য জিপিএ ৫। বাড়িতে নেই সাফল্য অর্জনের ন্যূনতম আনন্দ। ছিলো না শিক্ষাজীবনে প্রথম সাফল্য এভাবে যে ভীতু করে হালিমাকে না দেখলে বোঝার উপায় ছিলো না। 

    টাকার অভাবে নিয়মিত প্রাইভেট পড়া হয়নি তার। বাড়ি থেকে দুই কিলোমিটার কাঁচা রাস্তা পাড়ি দিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করতেন। কোনোমতে শিক্ষকদের সহায়তায় পড়াশোনা করেন।

    হালিমা আক্তার বলেন, তার পরিবার দরিদ্র। বই কেনার মতো অবস্থা নেই। মঠবাড়িয়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম স্যারের মহানুভবতায় আমাকে অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছেন। এতে আমি অনেক খুশি। এখন মন দিয়ে পড়াাশুনা কওে আরও ভালো ফলাফল করবো বলে  আশা করি। 
    হালিমার বাবা নাসির হাওলাদার জানান, স্যার আমাদের অর্থ দিয়েছেন তাতে আমরা অনেক খুশি। মেয়েকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানাতে চাই মানুষের সেবা করার জন্য।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম বলেন, টাকার অভাবে কলেজে ভর্তি এবং এই মেধাবী শিক্ষার্থীর বই কিনতে না পারার বিষয়টি জানতে পারে। কর্তব্যবোধ ও বিবেকের তাগিদে ওই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ