ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

Motobad news
শিরোনাম

আমতলীতে সোনালীকা সার্ভিসডে 

আমতলীতে সোনালীকা সার্ভিসডে 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলীতে প্রতিবছরের ন্যায় সোনালীকা ট্রাক্টরের ব্যবহারকারীদের জন্য সার্ভিসডে  অনুষ্ঠিত হয়েছে।
 
এ উপলক্ষে উপজেলার ঘটখালী বালুর মাঠে রোববার সকাল ১০টায় সার্ভিস ক্যাম্পেইন ও ফ্রি মেডিকেল ক্যাম্প ও কাস্টমার মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

এসিআই মটরসের আমতলীর ডিলার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল রিজিওনের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার অরুণ কান্তি বিশ্বাস । 

এসময় উপস্থিত ছিলেন, এসিআই মটরস্ লিমিটেডের সিনিয়র টেরিটরি ম্যানেজার মাহফুজুর রহমান, টেরিটরি ম্যানেজার বোরহান উদ্দিন। 

অনুষ্ঠানে এসিআই মটরস্ লিমিটেডের সকল কাস্টমারবৃন্দ, পণ্যের মালিক, শ্রমিক, ডিলার উপস্থিত ছিলেন। পরে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোনালীকা ট্রাক্টরের ফ্রি সার্ভিস, বুকিং ও স্পেয়ার পার্টসের উপর ডিসকাউন্ট, ফ্রি মেডিকেল চেকআপ, সোনালীকা ট্রাক্টর প্রদর্শনী, উদ্যোক্তার গল্প, গেইম জোন ও সেলফি সেলফি কনটেস্ট,  র‌্যাফেল ড্র স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে  অনুষ্ঠিত হয় এই ক্যাম্পেইন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ