ঢাকা সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

Motobad news

শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিলো: বরিশালে জামায়াতে আমীর

শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিলো: বরিশালে জামায়াতে আমীর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেন, শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করা হয়েছিল। কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। 

রোববার সন্ধ্যায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে পথসভায় তিনি এসব কথা বলেন।  

জামায়াতের আমীর  বলেন, ২০০৬ সালের ২৮ আগস্ট থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বহু মানুষ কে গুম ও খুন করা হয়েছে। বহু মানুষকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিলো শুধু মাত্র সত্যের পক্ষে থাকার জন্য। 

প্রবীণ ও বিজ্ঞ আলেমদেরও তারা জেলে দিতে দ্বিধা বোধ করেনি। তাদের পায়েও ডান্ডা বেডি পরিয়েছে। কোমরে দড়ি পরিয়েছে আমি বিশ্বাস করি আল্লাহ আরশ কেপে উঠেছিল এই নিদোর্ষ আলেমদের জন্য। কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিসহ আমাদের সিপাহী সালার বহু নেতাকে তিলে তিলে খুন করা হয়েছে।

তিনি বলেন, অনেক সাংবাদিক আমাকে বলেন, আপনাদের কারা আন্দোলনে শহীদ হয়েছে। আমি বলি, যারা শহীদ হয়েছে তারা কোনো দলের হতে পারে না তারা সবাই আমাদের সম্পদ। আবু সাইদ কি করেছিল সে কি হাতে গুলি নিয়ে দাড়িয়ে ছিল। না সে শুধু বলেছিলো আমার অধিকার দেও। কিন্তু এই জালিমরা ৩ টা গুলি করে তাকে শহীদ করেছে। আমরা এই সকল শহীদ পরিবারের কাছে ঋণী। তাদের পরিবারকে আশ্বস্ত  করতে চাই আপনাদের পাশে আছি। 

তিনি আরো বলেন, তারা চেয়েছিলো তারা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এমন একটা ভাব তারা দেশের মালিক আর আমরা সবাই ভাড়াটে। কিন্তু আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোন গুম, খুন, ছিনতাই হবে না। সবাই সম্মানের সাথে নিজ মর্যাদা নিয়ে চলবে।  আল্লাহ রাসূল বলেছেন, যে রাষ্ট্রে মুসলমান থাকবে সংখ্যাঘরিষ্ঠ সেখানে সংখ্যালঘুরা তাদের কাছে আমানত। কেউ যদি এই আমানত রক্ষা না করে তবে আমি কিয়ামতের দিন তার বিরুদ্ধে দাড়াবো।

মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন,  বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, ভোলা জেলা আমীর জাকির হোসাইন, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নামজুল আহসান, ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন, মহানগরীর নায়েব আমীর হোসাইন ইবনে আহমেদ এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ হাসান আতিক, তারিকুল ইসলাম কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মুহাম্মদ জাফর ইকবাল,শামীম কবির, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আনোয়ার হোসাইন, অধ্যাপক সুলতানুল আরেফিন,মুজিবুর রহমান,মোয়াজ্জেম হোসেন হাওলাদার, অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ প্রমুখ।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন