ঢাকা শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

Motobad news

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ ও সম্পাদক নাসিমুল

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ ও সম্পাদক নাসিমুল
শাহাদাৎ হোসেন (বাঁয়ে) ও নাসিমুল হাসান ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভাপতি-সম্পাদকসহ ৬টি পদে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

অপর দিকে সহসভাপতিসহ পাঁচটি পদে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে অপর একটি প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আইনজীবী সমিতির ভবনে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ হোসেন ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হয়েছে। শিগগিরই নির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

নির্বাচনে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. শাহাদাৎ হোসেন সভাপতি পদে ৮৭ ভোট পেয়ে ও মো. নাসিমুল হাসান মো. শাহাদাৎ হোসেন পদে ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে খান শহিদুল ইসলাম সহসভাপতি, মো. ফয়সাল খান ও হাসান সিকদার যুগ্ম সম্পাদক, মো. শাহাদাৎ হোসেন অর্থ সম্পাদক, মো. মাহেব হোসেন ভিজিল্যান্স সম্পাদক, মো. আরিফ হোসেন খান লাইব্রেরি সম্পাদক, মো. আককাস সিকদার ভর্তি সম্পাদক, আনিসুর রহমান খান ও মাসুম হাওলাদার নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেন ও শহর বিএনপির সাবেক সভাপতি নাসিমুল হাসানসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপর দিকে সভাপতি পদে মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে সোহেল আকনসহ বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে অপর একটি প্যানেল ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ নির্বাচনে জামায়াতপন্থী আইনজীবীরা সাধারণ সম্পাদকসহ চারটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন