জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উজিরপুর জয়ী


তারুন্যের উৎসব- ২০২৫ উপলক্ষে বরিশাল জেলায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব১৭) এর কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের আয়োজনে"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উজিরপুর উপজেলা ও হিজলা উপজেলার মধ্যে বরিশাল আউট স্টোডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ৫ -৪ গোলে উজিরপুর উপজেলা জয়ী হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার তত্ত্বাবধায়নে খেলা পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. এমদাদুল কাসেম সেন্টু, সাবেক সভাপতি মো. মহসিন মিয়া লিটন, সিনিয়র সাংবাদিক সৈয়দ জাহিদ আলম, উপজেলা শ্রমিক দলের নেতা মো. হাইউম খান,পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. রাসেল হাওলাদার, ছাত্র প্রতিনিধি মো. অন্তু হাওলাদার, পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান ভুঁইয়াসহ উজিরপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মি ছাত্র- ছাত্রী।
এইচকেআর
