ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

শালিণ্য’র আয়োজনে গণিত উৎসব অনুষ্ঠিত 

শালিণ্য’র আয়োজনে গণিত উৎসব অনুষ্ঠিত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে, বরিশালের সাতটি উপজেলায় শালিণ্য’র ২৯তম গণিত উৎসব ও অনলাইনে ২য় গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। 
জুন মাস ব্যাপী এই উৎসবে প্রান্তিক পর্যায়ের শিশু কিশোররা অংশগ্রহণ করে গণিত বিষয়ে মেধা চর্চার সুযোগ পেয়েছে। বরিশাল সদর, বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ, গৌরনদী, বাবুগঞ্জ, বানারীপাড়া ও উজিরপুর এই ৭টি উপজেলার প্রায় তিনশতাধিক অংশগ্রহণকারী ১০টি সেসনে অংশগ্রহণ করেছে। 

করোনা মহামারীতে শিশু শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিকাশে গণিতের এই অভিনব আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেছে উন্নয়ন সংগঠন আভাস ও এসইউভিও। 

উপজেলা পর্যায়ে আয়োজন শেষে অনলাইনে ২য় বারের মত এই আয়োজনে গণিত উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বরিশাল ফিল্ড অফিসের প্রধান তৌফিক আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন শালিণ্য কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব কিশোর চন্দ্র বালা।

 এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা রোভার স্কাউট কমিশনার অধ্যক্ষ এস এম তাইজুল ইসলাম, বরিশাল বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু, বিসিসি সংরক্ষিত আসন ৩ এর কাউন্সিলর কোহিনূর বেগম, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পদক প্রাপ্ত হাসিনা বেগম নীলা, শালিণ্য উপদেষ্টা মাহফুজা খানম লিপি, ফেরদৌসী সুলতানা, শালিণ্য কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মারুফা খানম, তানিয়া শারমিন, নীলাঞ্জনা শীল, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বরিশাল সদরের সভাপতি জহিরুল ইসলাম জাফর, সাবিনা আক্তার রুমা,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনিয়া তাহসিন ও এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ইনজামুল সাফিন, বিচারক হিসেবে ফলাফল ঘোষণা করেন শালিণ্য বরিশাল সদর শাখার উপপরিচালক প্রোগ্রাম অভিজিৎ দাস এসময় যুক্ত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীগণ, শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক।  

অনলাইন আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের সমাপ্তি হলেও গণিতের মাধ্যমে মেধা চর্চার এই প্রচেষ্টা বছরব্যাপী চলমান থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন