৩০ জুন থেকে বরিশাল নগরীতে ৭ দিনের লকডাউন


২৬ জুন থেকে বরিশাল বিভাগের সাথে বাইরের জেলার সড়ক যোগাযোগ বন্ধ
করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৩০ জুন থেকে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকালে ভার্চুয়ালে বরিশাল সিটি কর্পোরেশন এবং জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
একই সাথে আগামী ২৬ জুন থেকে বরিশালের সাথে খুলনা, রাজশাহী ও যশোরের যাত্রীবাহী বাসসহ সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময়ে বরিশাল থেকে খুলনা এবং খুলনা থেকে বরিশালে কোন বাস প্রবেশ করতে পারবে না।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ‘২৫ জুন বিকাল ৪টায় বরিশাল মহানগরীতে মহামারী করোনা পরিস্থিতির সবশেষ অবস্থার পর্যালোচনা সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
সভায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ.এম সাইফুল ইসলাম, জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, পুলিশ সুপার মারুফ হোসেন, শেখ হাসিনা সেনানিবাসের অধিনায়ক সহ ব্যবসায়ী এবং প্রশাসনেরঊর্ধ্বতন কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী সকলে বরিশালে মহামারী করোনা সংক্রমণের হার দ্রুত বৃদ্ধি পাওয়ায় জনস্বার্থে আগামী ৩০ জুন থেকে প্রথমে ৭ দিনের লকডাউন দেয়ার বিষয়ে একমত পোষণ করেন। পাশাপাশি লকডাউন বাস্তবায়নের বিষয়ে আগামী ২৮ জুন সকাল ১১টায় জনসাধারণকে অবহিত করার জন্য বরিশাল প্রেসক্লাবে প্রেস কনফারেন্স করার সিদ্ধান্ত হয়েছে। লকডাউন চলাকালে বাইরের জেলার কোন গাড়ি নগরীতে প্রবেশ করবে না এবং রেস্টুরেন্টে বসে খাবার না খাওয়ার সিদ্ধান্ত হয় ওই সভায়।
অপরদিকে বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল বলেন, ‘করোনার বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কার্যকর লকডাউনের বিকল্প নাই। ইতোপূর্বে ঘোষিত লকডাউন শতভাগ কার্যকর হয়নি। তাই এবারের লকডাউন ফলপ্রসূ করতে সরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করে একযোগে কাজ করতে হবে বলে।
তিনি বলেন, বরিশালের বাইরে খুলনা অঞ্চলে করোনার ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। এ কারণে স্বাস্থ্যবিভাগ বরিশাল বিভাগে অন্য জেলার বাস চলাচল বন্ধের সুপারিশ করেছিল। ওই সুপারিশের আলোকে আগামী ২৬ জুন থেকে বরিশাল থেকে কোন যাত্রীবাহী পরিবাহন খুলনায় প্রবেশ এবং খুলনার কোন যানবাহন বরিশালে প্রবেশ করতে পারবে না। এ বিষয়ে রেঞ্জ এবং পিরোজপুর জেলা পুলিশ কাজ করবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দুই বিভাগের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এমবি
