ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

নির্বাচনী বিরোধ, হিজলায় মুদী দোকান জ্বালিয়ে দিয়েছে প্রতিপক্ষরা

নির্বাচনী বিরোধ, হিজলায় মুদী দোকান জ্বালিয়ে দিয়েছে প্রতিপক্ষরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিরোধে জেরে একটি মুদী দোকানে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোর ৪টায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

দোকান মালিক আফসার উদ্দিনের অভিযোগ, গত সোমবার অনুষ্ঠিত ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে বিজয়ী মেম্বর প্রার্থী সামসুল আলমের সমর্থক আবদুল্লাহ সরদার ও সুমন সরদার তার দোকানে অগ্নিসংযোগ করেছে। আফসার উদ্দিন পরাজিত মেম্বার প্রার্থী আয়তুল্লাহর সমর্থক ছিলেন।

আফসার উদ্দিন আরো জানান, সকালে ফজরের নামাজ পড়তে বের হওয়া মুসুল্লিরা তার দোকানে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করেন। আগুন নেভানের আগেই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

হরিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন