বরিশালে সাংবাদিক পরিচয়ে কবুতর চুরির চেষ্টা!


এবার চুরি করে ধরা পড়ে সাংবাদিকের পরিচয় দিলো এক ছিঁচকে চোর। পরে যেই সাংবাদিকের পরিচয় দেয়া হয়েছে তিনিই গিয়ে ছাড়িয়ে এনেছেন সেই চোরকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে নগরীর গোড়চাঁদ দাস রোডে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘গোড়াচাঁদ দাস রোড এলাকায় সিকদার ম্যানসনে রাজিনের ৫০ জোড়া কবুতর চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে শাওন নামের এক ছিঁচকে চোর। সে নগরীর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, চুরি করে ধরা পড়ার পরে শাওন নামে ওই চোর ছাড়া পেতে একজন কথিত সাংবাদিকের খালাতো ভাই বলে পরিচয় দেয়। এমনকি পরবর্তীতে খালাতো ভাই পরিচয় দেয়া সেই কথিত সাংবাদিকও ঘটনাস্থলে হাজির হন। তার ভাইকে চুরির অপরাধে আটক করার কারণ জানতে চেয়ে কবুতরের মালিককে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান। এ কারণে শেষ পর্যন্ত ওই চোরকে পুলিশে না দিয়ে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন সংশ্লিষ্টরা।
এমবি
