বাবুগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ


বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গার্লস স্কুলের এক এসএসসি পরিক্ষার্থী(১৫)কে প্রাইভেট পড়ে ফেরার পথে ধর্ষণ চেষ্টার চালানোর অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণ চেষ্টাকারি লম্পট সৌরভ(৩০) স্কুল সংলগ্ন মৃত ফরহাদ চৌধুরীর ছেলে।
ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বিদ্যালয় সংলগ্ন নির্জন রাস্তায়।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাযায়, ওই শিক্ষার্থী শনিবার সকাল ৮টায় বিদ্যালয়ের অংক শিক্ষক শাহাদাত'র কাছে প্রাইভেট পড়ে আত্মীয়ের বাসায় যাওয়ার সময় লম্পট সৌরভ পিছন থেকে তাকে জাপটে ধরে। এসময় শিক্ষার্থী ডাকচিৎকার দিয়ে পার্শ্ববর্তী বাদল চন্দ্র ঘোষের বাড়ি আশ্রয় নেয়। বাদল চন্দ্র ঘোষ শিক্ষার্থীর কাছে বিষয়টি শুনে জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীর জবানবন্দি অনুযায়ী লম্পট সৌরভ কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
এঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছে ভুক্তভোগী ও তার পরিবার।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ সৌরভ গার্লস স্কুলের ছাত্রীদের উত্যক্ত করে আসছে। কেউ মান সম্মানের ভয়ে মূখ খুলতে রাজি হয়নি।
এয়ারপোর্ট থানার ওসি কমলেস চন্দ্র জানান, সৌরভ আটক রয়েছে। এঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
এমবি
