ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য ইউনিয়ন

দখিনে নির্বাচনী সহিংসতায় ঝড়লো ৮ প্রাণ

দখিনে নির্বাচনী সহিংসতায় ঝড়লো ৮ প্রাণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্ববর্তী ও পরবর্তী সহিংসতাসহ পৃথক ঘটনায় বরিশাল বিভাগে গত একসপ্তাহে ৮ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ভোলায় ২, ঝালকাঠিতে ১, বরিশালের গৌরনদী উপজেলায় ৩টি, পটুয়াখালীতে ১টি এবং আমতলীতে বাবার হাতে ছেলে হত্যার ঘটনা ঘটেছে। 

ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্ব, নিবার্চন পরবর্তী সংহিসতা, জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের জেরে এসব হত্যাকাণ্ড ঘটে। এক সপ্তাহে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এমন তথ্য উঠে এসেছে। 

জানা গেছে , বরিশাল বিভাগে গত সোমবার (২১ জুন) ১৭৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত  হয়েছে। নির্বাচন চলাকালে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের বোমা হামলায় মৌজালি মৃধা নিহত এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর সমর্থকদের বোমা হামলায় আবু বক্কর ফকির নামে এক ভ্যান চালক ও নির্বাচন পরবর্তী সহিংসতায় বুধবার বিকাল ৫টার দিকে বড়দুলালী গ্রামের সীমান্তবর্তী বেইলি ব্রিজ এলাকায় প্রতিপক্ষের হামলায় মো. শাহ আলম খান নিহত হন। নির্বাচনী সহিংসতায় ঐ উপজেলায় তিনজনের নিহতের ঘটনা ঘটে। 

গৌরনদী মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, এখন পর্যন্ত ৩টি হত্যার ঘটনায় ১৭০ জনের বিরুদ্বে মামলা দায়ের হয়েছে। মোট গ্রেফতার হয়েছে ৭ জন আসামী। বর্তমানে আটককৃতরা কারাগারে রয়েছেন। বাকি আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে জানান ওসি। 

এদিকে এ উপজেলায় পর পর তিনটি হত্যার ঘটনায় মামলা দায়ের হবার পর  গ্রেফতার এড়াতে ইউনিয়নের কয়েকটি গ্রাম এখন প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। তবে তিন হত্যা মামলায় নিরাপরাধ কাউকে হয়রানি করা হবে না বলে জানিয়েছেন জেলা পুলিশের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব।


এদিকে নির্বাচনের দিন ভোলার চরফ্যাসনে গুলিতে মনির হোসেন নামে এক যুবক নিহত হন। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম জানান, নিহত মনির হত্যার ঘটনায় নামধারী ১০ এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামী করা হয়। এজারভুক্ত প্রধান আসামী রিয়াদ সিকদারকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। 

অপরদিকে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নির্বাচনপরবর্তী গত মঙ্গলবার সহিংসতায় দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আরিফ হোসেন (২০) নামে এক কলেজছাত্র নিহত হন।

কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, কলেজছাত্র আরিফ হোসেন নিহতের ঘটনায় ২২ জনের বিরুদ্বে মামলা দায়ের হয়েছে। এখন পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পারিবারিক কলহের জেরে আমতলী উপজেলার তালতলীতে বাবার কোপে মারা গেছেন ছেলে সুমন। ছেলে সুমনকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক বাবা আসাদুল খানের বিরুদ্ধে তালতলী থানায় হত্যা মামলা হয়েছে। বুধবার রাতে নিহতের মা সেলিনা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। আসামি ঘাতক বাবা আসাদুল খানকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি মো. কামরুজ্জামান মিয়া।

এদিকে পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় রুহুল আমিন মীর (৪৫) নামের এক চা দোকানির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ব্রিজ বাজারে। রুহুল আমিন ডাকুয়া ইউনিয়নের পাড় ডাকুয়া গ্রামের খালেক মীরের ছেলে। 

হামলাকারী মিরাজ, রুহুল আমিনের চাচাতো ভাই।

 গলাচিপা থানরার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, রুহুল আমিন মীরের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক  আমি ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছি। অধিকতর তদন্ত না করে এ মুহুর্তে কোন মন্তব্য করা যাচ্ছে না। 

অন্যদিকে গত  বৃহস্পতিবার ভোলায় চর দখল নিয়ে দুই পক্ষের বিরোধে নরুল ইসলাম কেন্টু  নামে এক দিনমজুর নিহত হয়েছেন। নিহত নরুল ইসলাম পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডগী গ্রামের বাসিন্দা। তিনি একই এলাকার আমিন বেপারীর ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলায়েত পাটোয়ারীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।

 ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন , চরে হামলায় কেন্টু বেপারি নিহতের ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে  একটি মামলা দায়ের হয়েছে। অন্যান্য আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।  
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন