ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

চাচা শ্বশুর ও সম্বন্ধি কে হারিয়ে বিজয়ী দেহেরগতির কবির সরদার

চাচা শ্বশুর ও সম্বন্ধি কে হারিয়ে বিজয়ী দেহেরগতির কবির সরদার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ২নং ওয়ার্ডে চাচা শ্বশুর ও সম্বন্ধি কে হারিয়ে বিজয়ী হলেন দেহেরগতি গ্রামের এইচ এম কবির সরদার। তিনি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক মোঃ কামাল সরদারের ছোট ভাই।

দেহেরগতি গ্রামের ইতিহাসে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। 

কবির সরদার তালা প্রতীক নিয়ে ৯৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ফিরোজ মুন্সি ওই এলাকা থেকে ৪ বার ইউপি সদস্য নির্বাচিত হন। বর্তমান নব-নির্বাচিত ইউপি সদস্য এইচ এম কবির সরদার এর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ মুন্সি চাচাত সম্বন্ধি।

তিনি মোরগ প্রতীক নিয়ে ৪৫৯ ভোট পেয়েছেন এবং মোঃ নাসিম মুন্সি (কবির সরদারের চাচা শ্বশুর) টিউবওয়েল  প্রতীকে ৪১ ভোট পেয়ে ৩য় হয়েছেন।

দেহেরগতি ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুরুষ ও মহিলা মিলে মোট ভোটার সংখ্যা ছিল ২হাজার ২৫০ জন। তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১হাজার ৫৯৯জন ভোটার। বিজয়ী কবির সরদার তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৮৭ ভোট। 

বিজয়ী কবির সরদার বলেন, আমার পিতৃতুল্য বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক  মোঃ কামাল সরদারের অনুপ্রেরণায় আমি সাধারণ মানুষের সেবায় উদ্বুদ্ধ হয়ে পাশে থাকতে চাই। আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হয়েছেন তাদেরকে সাথে নিয়ে আমার সাধ্যমত অসহায় ও দু:স্থ মানুষের মাঝে সেবামূলক কাজ করতে চাই। 

নবনির্বাচিত মেম্বার কবির সরদার আরো বলেন, দেহেরগতি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সকল সমস্যা দূর করে ও হতদরিদ্রদেরকে ভিজিডি, ভিজিএফ, বয়স্কভাতা, বিধবাভাতাসহ সরকারের সকল ধরনের সহায়তা সঠিক ভাবে প্রদান করবেন। সকলকে সাথে নিয়ে মানুষ যাতে সেবা পায় এবং মানুষের দোরগোড়ায় যাতে সেবার ব্যবস্থা হয় তিনি সে জন্য কাজ করবেন। করোনা মহামারি মুক্ত না হওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন