ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
সিটি মেয়রের দৃষ্টি আকর্ষণ

কালুশাহ্ সড়কে অন্যের জমিতে প্ল্যান বহির্ভূত ভবন নির্মাণ

কালুশাহ্ সড়কে অন্যের জমিতে প্ল্যান বহির্ভূত ভবন নির্মাণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সিটি কর্পোরেশনের আইন না মেনেই নগরীর কালুশাহ্ সড়ক এলাকায় অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। একদিকে সিটি কর্পোরেশনের রাস্তা দখল, অন্য দিকে প্রতিবেশীর জমির ওপর ভবন নির্মাণ করছেন তারা। এই ঘটনায় ক্ষতিগ্রস্থ প্রতিবেশী সৈয়দ ফাইজুর রশিদ ফরহাদ ও সৈয়দ ফাইজুর রশিদ ফেরদৌস বরিশাল সিটি মেয়র বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে অপরিকল্পিতভাবে নির্মিত ভবণের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশন।

তবে অভিযোগ উঠেছে সিটি কর্পোরেশন কাজ বন্ধ করে দিলেও ভবনের চার দিকে পরদা টানিয়ে গোপনে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ভবন মালিক স্থানীয় ডা. আবুল বাশার মিঞা’র ছেলে মো. আবুল কালাম আজাদ বাপ্পী। তাই এ বিষয়ে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।


সিটি কর্পোরেশনে দেয়া লিখিত অভিযোগে অভিযোগকারী উল্লেখ করেছেন, নগরীর ১৪ নম্বর ওয়ার্ডস্থ আলেকান্দা হযরত কালু শাহ্ সড়ক লিংক রোডে তার বাড়ির পাশে সিটি কর্পোরেশন আইন না মেনে অবৈধভাবে বিল্ডিং তৈরী শুরু করেন মো. আবুল কালাম আজাদ বাপ্পী। এর ফলে তার বিল্ডিংয়ের ছাদ ও সানসেটের পানী অভিযোগকারীর জমি এসে পরবে। এ বিষয়ে ভবন মালিক বাপ্পীকে মৌখিকভাবে একাধিকবার বলা সত্যেও তিনি কর্ণপাত করেননি।


এদিকে, স্থানীয়রা অভিযোগ করেন, শুধু প্ল্যান বহির্ভুতভাবেই নয়, ভবন নির্মাণে অনিয়মও করা হয়েছে। সিটি কর্পোরেশনের চলাচলের প্রায় এক ফুট রাস্তা দখল করেছে ভবন মালিক। এমনকি ভবন নির্মাণের ক্ষেত্রে কোন প্রকার বিশেষজ্ঞ এবং পাইলিং এর ব্যবহার করা হয়নি। ডোবা ভরাট করে সেখানে ভবনটি নির্মাণ করা হচ্ছে। এ কারণে ভবিষ্যতে ঘুর্ণিঝড় কিংবা ভূমিকম্পে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও করছেন স্থানীয়রা।


তারা আরও অভিযোগ করেছেন, ‘সিটি কর্পোরেশন অভিযোগ পেয়ে প্ল্যান বর্হিঃর্ভুত ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। কিন্তু এর পরেও নগর কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবনের চার দিকে কাগজের পরদা টাঙিয়ে ভেতরে বসে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। তাই এ বিষয়ে সিটি মেয়র এর হস্তক্ষেপ কামণা করেছেন ক্ষতিগ্রস্থ প্রতিবেশীসহ স্থানীয়রা।


এ প্রসঙ্গে ১৪ নম্বর ওয়ার্ডের দায়িত্ব থাকা সিটি কর্পোরেশনের উচ্ছেদ শাখার আরআই মো. হাসান আল তালুকদার সাফা বলেন, ‘লিখিত অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। দেখেছি ভবন মালিককে যেভাবে প্ল্যান অনুমোদন দেয়া হয়েছে সেভাবে নির্মাণ কাজ হচ্ছে না। তাই কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

 

পাশাপাশি মঙ্গলবার তাকে প্ল্যান দাখিলের জন্য একটি নোটিশও করা হয়েছে। নোটিশের জবাদ পেলে সেটা আর্কিটেক্ট এর কাছে পাঠানো হবে। অভিযোগের প্রমাণ পেলে অভিযুক্তকে জরিমানা ছাড়াও অন্যের জমির ওপর অবৈধভাবে নির্মিত অংশ ভেঙে ফেলার হবে।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন