নগরীতে ভাইকে কুপিয়ে জখম করেছে অপর ভাই-বোনেরা


পৈত্রিক বাড়ি থেকে উচ্ছেদ করতে না পেরে আপন ভাইকে কুপিয়ে জখম করেছে অন্যভাই ও বোনেরা। মঙ্গলবার নগরীর হাসপাতাল রোডে এই ঘটনা ঘটে। এতে নগরীর ১৯ নং ওয়ার্ডের ঝাউতলা দ্বিতীয় গলির মৃত মোজাম্মেল হক এর ছেলে মোঃ আমিনুল হক জসিম (৫৪) গুরুত্বর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় আমিনুল হক জসিম বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় তার ভাই এ.বি.এম গোলাম রাব্বানি খোকন, বোন জোহরা হক প্রিয়া, ভগ্নিপতি মোঃ মঈনুল ইসলাম মঈন ও নাহিয়ান মল্লিকের নামউল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানাগেছে, মোঃ আমিনুল হক জসিম পেসায় একজন ব্যবসায়ী। দির্ঘদিন যাবৎ তিনি তার স্ত্রী সন্তান নিয়ে নগরীর ১৯ নং ওয়ার্ডের ঝাউতলা দ্বিতীয় গলিতে তার পিতা মোজাম্মেল হক এর বাড়ির ২য় তলার একটি ফ্লাটে বসবাস করছেন। ওই বাড়িতে তার ভাই ও বোন বাড়ির নিচতলা ও দোতলার একটি ফ্ল্যালে বসবাস করে আসছেন। দীর্ঘদিন ধরে তার ভাই, বোন ও ভগ্নিপতি আমিনুল হকের ফ্লাট দখলের পাঁয়তারা করে আসছিলেন। বাড়ি ছাড়তে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন হুমকী, ধমকী প্রদান করে আসছিলেন। এমনকি তাকে বেশ কয়েকবার হত্যারও হুমকী প্রদান করেন।
এরই জের ধরে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় তারা মোঃ আমিনুল হক জসিমের ঘরে প্রবেশ করে নানা হুমকী ও অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এর প্রতিবাদ করায় নিজ ভাই ও বোন এবং ভগ্নিপতি তাবে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি করেন।
এবিষয়ে আহত মোঃ আমিনুল হক জসিম জানান, আমরা ভাই, বোন, ও ভগ্নিপতি আমাকে পৈত্রিক বসতবাড়ি থেকে উচ্ছেদের জন্য নানাভাবে হুমকী প্রদান করে আসছিলেন। তারা রাস্তায় আমাকে দেখলেই গালাগাল করতো। কিন্তু আমি তা কর্ণপাত করিনি। ভেবেছিলাম ওরা ওদের ভুল বুঝতে পারবে। কিন্তু এভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে যখম করবে তা ভাবিনি। তিনি বলেন, এঘটনায় আমি মামলা করেছি। আইনের মাধ্যমে এদের বিচার হবে।
এমবি
