ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বরিশালে দুস্থ‌দের মাঝে রেঞ্জ ডিআই‌জির খাবার বিতরণ

বরিশালে দুস্থ‌দের মাঝে রেঞ্জ ডিআই‌জির খাবার বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ব‌রিশাল লঞ্চ ঘা‌টে দুস্থ ও অসহায়‌দের মা‌ঝে খাবার বিতরণ ক‌রে‌ছেন ব‌রিশাল রেঞ্জ ডিআই‌জি এসএম আক্তারুজ্জামান। 

মঙ্গলবার রা‌তে সাংবা‌দিক‌দের সংগঠন "উদ্যোগ" এর আ‌য়োজ‌নে ২শতা‌ধিক মানু‌ষের মা‌ঝে রান্না করা খাবার বিতরণ ক‌রেন তি‌নি। 

এসময় উপ‌স্থিত ছি‌লেন সাংবা‌দিক ইউ‌নিয়ন ব‌রিশা‌লের সভাপ‌তি সাইফুর রহমান মিরণ, সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, শহীদ আব্দুর রব সের‌নিয়াবাত ব‌রিশাল প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহামুদ, সিনিয়র সহ সভাপ‌তি এস এম জা‌কির হোসেন, ব‌রিশাল ই‌লেক্ট্রনিক্স মি‌ডিয়া জার্না‌লিস্ট এ‌সো‌সি‌য়েশ‌নের সহ সভাপ‌তি রাহাত খান, সাংবা‌দিক ইউ‌নিয়ন ব‌রিশা‌লের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার হো‌সেন রানা প্রমুখ। 

প্রসঙ্গত, গত বছর ক‌রোনা সংক্রমণ শুরু হওয়ার পর থে‌কেই কর্মহীন দুস্থ মানুষ‌দের মাঝে প্রতি‌রা‌তে রান্না করা খাবার বিতরণ ক‌রে আস‌ছে ব‌রিশা‌লের সাংবা‌দিক‌দের সংগঠন "উ‌দ্যোগ"।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন