ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

করোনা রোগীর চিকিৎসায় শেবাচিমে হাইফ্লো নেজালক্যানোলা প্রদান

 করোনা রোগীর চিকিৎসায় শেবাচিমে হাইফ্লো নেজালক্যানোলা প্রদান
ছবি: শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হাইফ্লো নেজালক্যানোলা তুলে দিচ্ছেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে ২০টি হাইফ্লো নেজালক্যানোলা প্রদান করেছে এস আলম গ্রুপ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশাল সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।

বরিশাল জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল সাইফুল হাসান বাদল।

বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস, শেবাচিম হাসপাতালের ডাঃ এইচএম সাইফুল ইসলাম, শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান শাহিন।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিবৃন্দ ও এস আলম গ্রুপের কর্মকর্তারা শেবাচিম পরিচালকের হাতে হাইফ্লো নেজাল ক্যানোলা তুলে দেন।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন