ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

হিমছড়ি সৈকতে ভেসে এসেছে বিশাল তিমি 

হিমছড়ি সৈকতে ভেসে এসেছে বিশাল তিমি 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে এসেছে একটি বড় মৃত তিমি।

শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা সৈকতে প্রথমে তিমিটিকে দেখতে পান বলে জানান।

এখন পর্যন্ত প্রশাসনের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি।

শুক্রবার বিকেল ৩টায় প্রতিবেদন লেখার সময় মৃত তিমিটি সৈকতে পড়েছিল। তিমিটি দেখতে উৎসুক জনতা ভিড় করে।

তিমিটির লেজের দিকের অংশে বড় ধরনের ক্ষত রয়েছে। সেখান থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে।

গত বছর লকডাউনের সময়েও সৈকতে মৃত ডলফিন ভেসে এসেছিল।

বন বিভাগের হিমছড়ি রেঞ্জ কর্মকর্তা সমির সাহা বলেন, খবর পেয়ে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও সেখানে গেছেন।


টিএইচএ/
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন