প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে বিসিসি
মহামারি করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত বরিশাল সিটি এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বান্দ রোডস্থ রাজ্জাক স্মৃতি কলোনী (কেডিসি বস্তি) ও বঙ্গবন্ধু কলোনী (স্টেডিয়াম বস্তি) এলাকায় ত্রাণ সহায়তা প্রদানের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হয়।
প্রথম দিনে দুটি বস্তিতে আড়াই হাজার অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন সিটি কর্পোরেশনের কর্মী এবং আওয়ামীলীগের নেতা-কর্মীরা।
মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, ‘বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। প্রতি পরিবারে একটি বস্তায় ১০ কেজি চাল, এক কেজি ডাল, তিন কেজি আলু এবং এক লিটার সয়াবিন তেল দেয়া হচ্ছে।
কার্যক্রম শুরুর দিনে দুটি কলোনিতে আড়াই হাজারের অধিক পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। অসহায় পরিবারগুলো প্রধানমন্ত্রী এবং সিটি মেয়র এর এই খাদ্য সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। পর্যায়ক্রমে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের সকল অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে বলে জানান তিনি।
এমবি