ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগর শাখার সম্পাদকের পিতার ইন্তেকাল

বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগর শাখার সম্পাদকের পিতার ইন্তেকাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাকেরগঞ্জের সৈয়দ আফছার আলী ডিগ্রি কলেজের প্রভাষক ও বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের পিতা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।

বার্ধক্যের কারণে নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ থাকাবস্থায় গতকাল সোমবার ভোররাতে তিনি বাকেরগঞ্জের নেয়ামতি ইউনিয়নের কাফিলা গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ৪ পুত্র, ১ কন্যাসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল বাদ আছর নিজ বাড়ীর সম্মুখে অনুষ্ঠিত জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

এদিকে বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগর শাখার সম্পাদক মোঃ মনিরুল ইসলামের পিতা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.সৈয়দ গোলাম মাসউদ বাবলু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বরিশালের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হাসান বাবলু, বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগর শাখার সভাপতিসহ সকল সদস্যবৃন্দ। শোক বিবৃতিতে তারা  মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন