মেয়র সাদিক আবদুল্লাহ ও জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

বরিশাল জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোঃ কাইয়ুম খান কায়সারের মাতা সালেহা বেগম গতকাল ভোরে খুলনার গাজী সার্জিকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ... রাজিঊন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খাঁন কায়সার-এর মাতা সালেহা বেগমের’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ গোলাম মাসউদ বাবলু ও সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম খোকন।
এক শোক বিবৃতিতে তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এমবি