২০বছর পর পাবলিক একাডেমীর পুকুর ব্যবহারের অনুমতি পেল সর্বসাধারণ

দীর্ঘ ২০বছর পরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী ভেগাই হালদার পাবলিক একাডেমীর মালিকানাধীন ঘাটলা বাঁধানো পুকুরটি জনগনের ব্যবহারের জন্য উদ্যোগ নিয়েছে উপজেলা পরিষদ। পুকুর পাড়ের সুপার মার্কেটের ব্যবসায়ীদের খোলা পায়খানার বর্জ্য ব্যবস্থাপনা নিস্কাশন করতে সাত দিনের সময় দিয়ে মার্কেটের ব্যবসায়ীদের নোটিশ প্রদান করেছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের বার বার মৌখিক নির্দেশনা অমান্য করে বর্জ্য ব্যবস্থাপনা নিস্কাশনের উদ্যোগ না নেয়ায় স্বাস্থ্যবিধি আইনের ২৬৯ এবং ২৭০ ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করে আসছেন। নোটিশ প্রাপ্তির ৭দিনের মধ্যে ঝুলন্ত পায়খানা অপসারণ করে স্বাস্থ্যসম্মত পরিবেশসহ পুকুরের পানি ব্যবহারের ব্যবস্থা করতে বলা হয়েছে। অন্যথায় ফৌজদারী কার্যবিধি অনুযায়ি ব্যবস্থা গ্রহন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয় ।
ব্যবসায়ীসহ স্থানীয়রা জানান, অন্তত ৫০শতকের এই পুকুরটিতে গত ২০বছর আগে প্রতিদিন অন্তত শতাধিক লোক গোসল করতেন, রান্নার জন্য পানি সংগহ করতেন আশপাশের বাড়ির লোকজন। পুকুরটির গুরুত্ব বিবেচনা করে পুকুরে সরকারী উদ্যোগে পাকা ঘাটলা নির্মাণ করা হয়। প্লট বরাদ্দ নিয়ে ব্যবসায়ীরা যে যার মতো করে দোকান তুলে ব্যবসা করে আসছেন।
বরাদ্দ প্রদানের পরে পুকুর পাড়ের প্লটগুলোর জন্য সাবেক সভাপতি কবির তালুকদার নিজের তত্বাবধানে দ্বিতীয় তলা বিশিষ্ট উপজেলা সুপার মার্কেট নির্মাণ করেন। ওই মার্কেটে ২০টি প্লটের মালিকানাধীন ৪০জন ব্যবসায়ী ও একাধিক প্রতিষ্ঠান বর্তমানে ভাড়াটিয়া হিসেবে রয়েছেন। ২০ বছর আগে সুপার মার্কেট নির্মাণ করলেও পায়খানা বা বর্জ্র ব্যবস্থাপনা নিস্কাশন বা অপসারণে কোন ব্যবস্থা করা হয়নি মার্কেটে। যে যার মতো করে পুকুরের মধ্যে পাইপ ঝুলিয়ে পায়খানা ব্যবহার ও বর্জ্য নিস্কাশন করে আসছে।
ফলে পুকুরটি ২০বছর যাবত মানুষের ব্যবহারের অযোগ্য হয়ে পরে। পুকুর ব্যবহারের জন্য উপজেলা পরিষদের গ্রহন করা উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীসহ সকল শ্রেণির লোকজন। এব্যাপারে মার্কেট পরিচালনা পরিষদের সভাপতি জিএম কবির এর পক্ষে জীবন কৃষ্ণ হালদার নোটিশ গ্রহন করে জানান, বিষয়টি সমাধানের জন্য উপজেলা চেয়ারম্যান বলার পরেই তারা সেফটি ট্যাংকি নির্মাণ করেছেন। করোনায় দোকানপাট বন্ধ থাকায় বাথরুমের পাইপ কিনতে না পারায় পয়ঃনিস্কাশনের কাজ করতে পারেন নি। স্বল্প সময়ের মধ্যেই পয়ঃনিস্কাশণের ব্যবস্থা করে পুকুরে ময়লা আবর্জনা না ফেলার জন্য সকলকে নিয়ে একটি সভা করবেন বলেও জানান তিনি।
এইচকেআর