ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

বরিশালে ‘কঠোরতম লকডাউনের’ প্রথম দিনে জনশূন্য নগরী

বরিশালে ‘কঠোরতম লকডাউনের’ প্রথম দিনে জনশূন্য নগরী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে চলছে ‘কঠোরতম লকডাউনের’ প্রথম দিন। প্রথমদিনই প্রায় জনশূন্য হয়ে পড়েছে নগরী। বন্ধ রয়েছে দোকানপাট। চলছে না গণপরিবহনও। ‍

অপরদিকে বিধিনিষেধ বাস্তবায়নে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। চেকপোস্টগুলোতে রয়েছে পুলিশি প্রহরা। টহল দিচ্ছে সেনাবাহিনী। যদিও ‍এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ‍

একদিকে টানা বৃষ্টি, সাথে সরকারি ছুটির দিন। সাথে লকডাউনের প্রভাব--সবমিলিয়ে যেন স্তব্ধ হয়ে পড়েছে বরিশাল মহানগরী। 

‍যদিও খোলা রয়েছে কাঁচাবাজার, নিত্যপণ্যের দোকান ‍এবং ফার্মেসি। তবে ‍এসব স্থানে মানুষের আনাগোনা ‍একবারেই কম। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না মানুষ। যারাও বা বের হচ্ছেন কাজ শেষে দ্রুত বাড়ি ফিরছেন। 

‍এর আগে করোনাভাইরাসের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে পবিত্র ঈদুল আজহা শেষে আজ শুক্রবার থেকে ফের শুরু হয় ১৪ দিনের কঠোর ‘কঠোরতম লকডাউন’। এবারের বিধিনিষেধ আগের যেকোনো বারের চেয়ে কঠোর হবে বলে সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছে। 

 

এ বিষয়ে বৃহস্পতিবার ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘অফিস-আদালত, গার্মেন্টস-কলকারখানা ও রফতানিমুখী সব কিছুই বন্ধ থাকবে। এটা এ যাবতকালের সর্বাত্মক কঠোর বিধিনিষেধ হতে যাচ্ছে। এ সময় মানুষের বাইরে আসার প্রয়োজনই হবে না। কারণ অফিসে যাওয়ার বিষয় নেই। যারা গ্রামে গেছেন, তারা জানেন যে অফিস বন্ধ। তাদের ৫ তারিখের পরে আসতে হবে।’

এদিকে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিধিনিষেধের মধ্যে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের যান পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র জরুরি পণ্যবাহী যান ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।

অবশ্য এই কঠোর বিধিনিষেধের আওতার বাইরে থাকবে কোরবানির পশুর চামড়া সংশ্লিষ্ট খাত, খাদ্যপণ্য এবং কোভিড-১৯ প্রতিরোধে পণ্য ও ওষুধ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান।

এর আগে ঈদুল আজহার সময় মানুষের চলাচল ও পশুর হাটে কেনাবেচার বিষয় বিবেচনায় নিয়ে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত লকডাউন শিথিল করেছিল সরকার।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ঈদের আগেই গত ১৩ জুলাই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রসংগত, ‍আজ ২৩ জুলাই ভোর ৬টা থেকে শুরু হওয়া দুই সপ্তাহের ‘কঠোর বিধি-নিষেধ’ বহাল থাকবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন