ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ ঘোষণার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ  বরিশালে গণঅধিকার সভাপতি নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা আমতলীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা  সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ‍ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ পটুয়াখালীতে ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন, স্নেহাংশু সভাপতি ও মজিবুর সম্পাদক সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস ভোলায় স্বামীকে নির্যাতনের পর গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামি  গ্রেফতার  বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ বামনায় ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক র‍্যালি  বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশন বিষয়ক সেমিনার 
  • শ্যালিকাকেও প্রস্তাব দিয়েছিলেন রাজ কুন্দ্রা!

    শ্যালিকাকেও প্রস্তাব দিয়েছিলেন রাজ কুন্দ্রা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পর্নগ্রাফি তৈরি এবং প্রকাশনার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। গত ১৯ জুলাই তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এরপর আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। দ্বিতীয় ধাপে জামিনের আবেদন করা হলেও তা নাকচ করে দিয়েছেন আদালত।

    এদিকে গ্রেপ্তার হওয়া রাজ কুন্দ্রার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে। বিভিন্ন অভিনেত্রী ও মডেল মুখ খুলছেন তার সম্পর্কে। সবচেয়ে বেশি বিস্ফোরক তথ্য এসেছে অভিনেত্রী গেহানা বশিষ্ঠের কাছ থেকে। তিনিও রাজের কয়েকটি ভিডিওতে কাজ করেছিলেন। এমনকি পর্নকাণ্ডে জেলও খেটেছেন এই অভিনেত্রী।

    গেহানা জানান, নিজের শ্যালিকা অর্থাৎ শিল্পা শেঠির বোন শমিতাকেও অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন রাজ। নতুন একটি অ্যাপ নিয়ে আসার পরিকল্পনা ছিল তার। সেখানে মিউজিক ভিডিও, শর্টভিডিও এবং ওয়েব সিরিজ নির্মাণের কথা ছিল। আর ওই অ্যাপের জন্যই নাকি শমিতাকে প্রস্তাব দিয়েছিলেন তিনি।

    গেহানা আরও জানান, রাজ গ্রেপ্তার হওয়ার কিছু দিন আগেই তার অফিসে গিয়ে এসব কথা তিনি জানতে পারেন। উপরন্তু শমিতাকে পরিচালনা করার দায়িত্বও নাকি তার ওপরেই দিয়েছিলেন রাজ। তবে অ্যাপটিতে সিনেমা, সিরিজের পাশাপাশি পর্ন ভিডিওর কাজও করার ভাবনা ছিল কিনা, তা স্পষ্ট করেননি গেহানা।

    উল্লেখ্য, কদিন আগেই শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০টি পর্ন ভিডিও উদ্ধার করে পুলিশ। যদিও স্বামীর এসব কর্মকাণ্ডে শিল্পা শেঠির যোগসূত্র এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি সরাসরি যুক্ত না থাকলেও বিষয়টি জানতেন।

    গত কয়েক বছর ধরেই পর্ন ভিডিওর ব্যবসা করে আসছেন রাজ কুন্দ্রা। ‘হটশটস’ নামে তার একটি অ্যাপ ছিল। সেখানে ভারতের বিভিন্ন মডেল ও অভিনেত্রীর ভিডিও প্রকাশ করা হতো। এছাড়া চুক্তির মাধ্যমে ব্রিটেনের একটি প্রতিষ্ঠানেও ভিডিও পাঠাতেন রাজ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ