ঢাকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • জামায়াতের নতুন আমিরের নাম জানা যাবে নভেম্বরেই আ’ লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ৫৪ বছর ক্ষমতা থেকে লুটপাট করেছে: ফয়জুল করিম আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সৈন্যসহ নিহত ৩০ উজিরপুরে একুশ দিনে ৩৫ লাখ টাকার জাল জব্দ, ১৮ জেলেকে কারাদণ্ড   নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: তথ্য উপদেষ্টা দল নিবন্ধন ও ‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক ৩০ অক্টোবর ‘শিগগিরই’ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, পৌরসভার ৩ গাড়িতে আগুন চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত
  • শ্যালিকাকেও প্রস্তাব দিয়েছিলেন রাজ কুন্দ্রা!

    শ্যালিকাকেও প্রস্তাব দিয়েছিলেন রাজ কুন্দ্রা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পর্নগ্রাফি তৈরি এবং প্রকাশনার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। গত ১৯ জুলাই তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এরপর আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। দ্বিতীয় ধাপে জামিনের আবেদন করা হলেও তা নাকচ করে দিয়েছেন আদালত।

    এদিকে গ্রেপ্তার হওয়া রাজ কুন্দ্রার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে। বিভিন্ন অভিনেত্রী ও মডেল মুখ খুলছেন তার সম্পর্কে। সবচেয়ে বেশি বিস্ফোরক তথ্য এসেছে অভিনেত্রী গেহানা বশিষ্ঠের কাছ থেকে। তিনিও রাজের কয়েকটি ভিডিওতে কাজ করেছিলেন। এমনকি পর্নকাণ্ডে জেলও খেটেছেন এই অভিনেত্রী।

    গেহানা জানান, নিজের শ্যালিকা অর্থাৎ শিল্পা শেঠির বোন শমিতাকেও অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন রাজ। নতুন একটি অ্যাপ নিয়ে আসার পরিকল্পনা ছিল তার। সেখানে মিউজিক ভিডিও, শর্টভিডিও এবং ওয়েব সিরিজ নির্মাণের কথা ছিল। আর ওই অ্যাপের জন্যই নাকি শমিতাকে প্রস্তাব দিয়েছিলেন তিনি।

    গেহানা আরও জানান, রাজ গ্রেপ্তার হওয়ার কিছু দিন আগেই তার অফিসে গিয়ে এসব কথা তিনি জানতে পারেন। উপরন্তু শমিতাকে পরিচালনা করার দায়িত্বও নাকি তার ওপরেই দিয়েছিলেন রাজ। তবে অ্যাপটিতে সিনেমা, সিরিজের পাশাপাশি পর্ন ভিডিওর কাজও করার ভাবনা ছিল কিনা, তা স্পষ্ট করেননি গেহানা।

    উল্লেখ্য, কদিন আগেই শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০টি পর্ন ভিডিও উদ্ধার করে পুলিশ। যদিও স্বামীর এসব কর্মকাণ্ডে শিল্পা শেঠির যোগসূত্র এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি সরাসরি যুক্ত না থাকলেও বিষয়টি জানতেন।

    গত কয়েক বছর ধরেই পর্ন ভিডিওর ব্যবসা করে আসছেন রাজ কুন্দ্রা। ‘হটশটস’ নামে তার একটি অ্যাপ ছিল। সেখানে ভারতের বিভিন্ন মডেল ও অভিনেত্রীর ভিডিও প্রকাশ করা হতো। এছাড়া চুক্তির মাধ্যমে ব্রিটেনের একটি প্রতিষ্ঠানেও ভিডিও পাঠাতেন রাজ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ