ডাঃ জাহাঙ্গীর আলম সেলিমের ইন্তেকাল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক রেজিস্ট্রার এবং প্যারারা রোডের হেলথ কেয়ার ক্লিনিকের মালিক ডাঃ জাহাঙ্গীর আলম সেলিম মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৬ জুলাই) রাত ৮টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভায়রা সুরুভী শিপিং লাইনসের পরিচালক রেজিন-উল-কবির।
মৃত্যুকালে ডাক্তার জাহাঙ্গীর আলম সেলিমের বয়স হয়েছিল ৬৭ বছর।
আজ সোমবার (২৭ জুলাই) বাদ জোহর মুসলিম গোরস্থান মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে দাফন করা হবে।
এসএমএইচ