করোনায় আক্রান্ত হয়ে আ.লীগ নেতার মৃত্যু

বরিশালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মাদ আলী হাওলাদার (৬২) নামের এক আ.লীগ নেতার মৃত্যু হয়েছে।
মোহাম্মাদ আলী হাওলাদার নগরীর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি । মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও মেয়ে রেখে গেছেন ।
পারিবারিক সূত্র জানায়, কিছুদিন আগে মোহাম্মাদ আলী হাওলাদার করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হন। এরপর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকালে মৃত্যুবরণ করেন তিনি।
এইচকেআর