ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

করোনায় আক্রান্ত হয়ে আ.লীগ নেতার মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে আ.লীগ নেতার মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মাদ আলী হাওলাদার (৬২)  নামের এক আ.লীগ নেতার মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (২৬ জুলাই) বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । 

মোহাম্মাদ আলী হাওলাদার নগরীর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ।  মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও মেয়ে রেখে গেছেন । 

পারিবারিক সূত্র জানায়, কিছুদিন আগে মোহাম্মাদ আলী হাওলাদার করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হন। এরপর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন।  সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকালে মৃত্যুবরণ করেন তিনি।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন