বাবুগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালের বাবুগঞ্জে মোসা. রেশমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০ টায় উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চাঁদপাশা কিসমত গ্রামের(রেইনট্রিতলা স্টেশনের পূর্ব দিকে) নিজ ঘরের ফ্যানের সাথে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ। গৃহবধূ ওই গ্রামের মোঃ মাসুদ হাওলাদারের স্ত্রী। তিনি দুই ছেলে এবং এক মেয়ের জননী। ঘটনার পর থেকেই নিহত গৃহবধূর স্বামী মাসুদ হাওলাদার পলাতক রয়েছেন ।
পরে সকাল ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূ রেশমা বেগমের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বলেন, বিষয়টি সন্দেহ জনক মনে হচ্ছে । ময়না তদন্তের ফলাফলে আসল ঘটনা জানা যাবে।
এইচকেআর